ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ব্যানারে একদল শিক্ষার্থী।  

রোববার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

পরে মিছিলটি নিয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের ব্যানারে উল্লিখিত দাবি ছিল, সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

এ সময় মিছিল ও সমাবেশে অংশ নেন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সৌরভ সেন, নারায়ণগঞ্জ আইন কলেজের ফারহানা মানিক মুনা, রায়হান শরীফ, নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজের মহিবুল্লা, ইউল্যাবের ইফাত ইমতিয়াজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।