ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘দেশের ২০ হাজার ৫০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী প্রজন্মকে বিশ্বমানের আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

সেজন্য ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি পরিবার এবং সমাজের মধ্যেও আবহ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি।


শিক্ষামন্ত্রী জানান, নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সরকার দেশের ২০ হাজার ৫০০ স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করবে।

বুধবার ঢাকার ডেমরা থানার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘স্বর্ণোজ্জ্বল ফলাফল: আনন্দ ঝিলমিল’ শীর্ষক এক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এ বছর মাধ্যমিক পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করায় এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এ মাল্টিমিডিয়া ক্লাসরুমে বসে নিবন্ধন, পরীক্ষার ফরম পূরণ, ফলাফল জানাসহ আধুনিক শিক্ষার সুযোগ পাওয়া যাবে।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের দাবির প্রেক্ষিতে এ স্কুলে একটি ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন।

তিনি বলেন, ‘‘আধুনিক যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। সাধারণ শিক্ষা দিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। সেজন্য আমরা মানুষের নাগালের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাই। ’’

‘‘সরকার টেকনিক্যাল শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে। প্রযুক্তিনির্ভর এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে চাই। ’’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের ৯০ শতাংশ মানুষ এ সরকারকে রায় দিয়েছেন। আমরা দ্রুত দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাই। সেজন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ’’

সৃজনশীল শিক্ষাকে বোধগম্য করার জন্য বিদেশ থেকে ৫ হাজার প্রশিক্ষক এনে সাড়ে ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য এলাকাবাসীসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য ও স্কুলের গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নোমান উর রশিদ, সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সাহিত্যিক আফরোজা রহমান লতা প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৩ শিক্ষার্থী আমিনা ইসলাম আন্নি, জান্নাতুল মাওয়া ও সামিয়া জাহান স্কাউটসের প্রেসিডেন্ট পদক পাওয়ায় শিক্ষামন্ত্রী তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।