ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় ছাত্র নেটওয়ার্ক গঠন করা হবে: তানজীমউদ্দিন খান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
বিশ্ববিদ্যালয় ছাত্র নেটওয়ার্ক গঠন করা হবে: তানজীমউদ্দিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অনুরূপ ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক’ নামে সংগঠন তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও শিক্ষক নেটওয়ার্কের সদস্য তানজীমউদ্দিন খান।

শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী চাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কীভাবে গড়ে ওঠে, তা আমরা দেখেছি। আমাদের শিক্ষক সমিতির বিবৃতিগুলো নিশ্চয় আপনারা দেখেছেন। শিক্ষক সমিতি শিক্ষকদের প্রতিনিধিত্ব করে না। রাজনীতি সমস্যা না। কিন্তু এতদিন রাজনীতির নামে দস্যুবৃত্তি করা হয়েছে। শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে, তা রাজনীতির বাইরের কিছু না। এটাও পাল্টা রাজনীতি।

তিনি বলেন, এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনন্য মাত্রায় ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে ছাত্রলীগের গুণ্ডামি এবং শিক্ষকদেরও গুণ্ডামি ছিল। এই গুণ্ডামির পেছনে লেজুড়বৃত্তিক রাজনীতি রয়েছে। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা শিক্ষার্থী নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আছে মনে করি। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এখানে আমরা অগ্রণী ভূমিকায় দেখতে চাই।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত জানতে চাইলে তানজীমউদ্দিন খান বলেন, সময়ের বিষয় ঠিক করে দেওয়া আমাদের কাজ না। আমরা শিক্ষক। আমরা করণীয় বিষয়ে প্রস্তাব করতে পারি। এছাড়াও, বক্তব্যে স্বৈরাচার যাদুঘর ও আয়না ঘর নির্যাতন বিষয়ে জাদুঘর তৈরি করা যেতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।