ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

পদত্যাগ করলেন খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
পদত্যাগ করলেন খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

কক্সবাজার: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমদ।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

 

এ সময় তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তাদের আন্দোলনের একদিন পরেই পদত্যাগ করে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হোসাইনকে দায়িত্ব অর্পণ করেন।

প্রসঙ্গত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমদের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত, শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।  

বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদুল ইসলামের সঙ্গে স্বাক্ষাৎ করে নূর আহমদের পদত্যাগ দাবি করেন। ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ