ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মধ্যরাতে শাবিপ্রবির আবাসিক হলে দুর্বৃত্তদের মহড়া, আতঙ্কে শিক্ষার্থীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
মধ্যরাতে শাবিপ্রবির আবাসিক হলে দুর্বৃত্তদের মহড়া, আতঙ্কে শিক্ষার্থীরা

শাবিপ্রবি (সিলেট): মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে মোটরসাইকেল মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।

 

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে ঘটনার খবর পেয়ে রাত ৩টার দিকে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা রুমে ফিরে যায়।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রায় ১০-১২টি মোটরসাইকে হেলমেট পড়া ২০-২৫ জন হলের সামনে হর্ন ও স্লোগান দিতে থাকে। প্রথমে শাহপরাণ হল, পরে বঙ্গবন্ধু হলে স্লোগান দেয় তারা। এরপরে সৈয়দ মুজতবা আলী হলের সামনে এসে স্বজোরে হর্ন বাজিয়ে মহড়া দেয়। এসময় 'হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই' বলে স্লোগান দেয় তারা। অল্প সময় থেকে তারা দ্রুতই হল এলাকা ত্যাগ করে। তবে কে বা কারা এ মহড়া দিয়েছে তাদের কাউকেই চেনা যায়নি বলে জানায় শিক্ষার্থীরা। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শুভ সরকার নামের আবাসিক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে করে হেলমেট পড়া ২০-২৫ জন রাতে ছেলেদের ৩ হলের সামনে এসে মহড়া দিয়েছে। হলের নিরাপত্তাকর্মীদেরকে তারা বলে গেছে যারা এখনও হলে আছেন তারা যেন হল ছেড়ে দেন।

হলের নিরাপত্তাকর্মী জানান, আমি হল গেইটে বসে ছিলাম। হঠাৎ করে ১০টার মতো মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ জন হলের সামনে এসে মিছিল দিচ্ছিল। পরে একজন হলের ভেতরে এসে শুক্রবার জুম্মা নামাযের আগেই যাতে শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যায় সেটা বলে গেছে। তবে তাদের কাউকে চেনা যায়নি বলে জানায় তারা।

প্রসঙ্গত, বুধবার (০৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডিসহ বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তাদের পদত্যাগের ফলে অচল হয়ে পড়ে শাবিপ্রবির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ফলে ক্যাম্পাসজুড়ে সকলে নিরাপত্তাহীনতায় ভুগছে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ২৪,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।