ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়বে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়বে: শিক্ষামন্ত্রী

ঢাকা: নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলাই হবে আমাদের বড় চ্যালেঞ্জ।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরে আয়োজিত ইন্টারনেট উৎসব-২০১২ ‘এসো পৃথিবীর পাঠশালায়’ ও আই-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, গ্রামীণফোন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে জনসেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোসলেহ্ উদ্দিন ভূঁইঞা, গতবারের আই-জিনিয়াস গ্রান্ড মাস্টার চৌধুরী সাদিদ আলম প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তথ্য প্রযুক্তি আজকের দিনে মানুষের কাছে সবচেয়ে বড় শক্তি। এ শক্তির জোরে সারাবিশ্বের মানুষ দ্রুত এগিয়ে চলছে। এগোচ্ছি আমরাও। তবে আরো জোরে এগোতে হবে। ষাটের দশকের প্রথম দিকে টেলিভিশন ব্যবহার করা উচিত কি উচিত না- উচ্চমহলে তেমন প্রশ্ন উঠেছিল। ৬০, ৭০ বা ৮০’র দশকে চলন্ত পথে ফোন ব্যবহারের কথা অনেকের চিন্তার মধ্যেও ছিল না। আজ দেশের ৭ কোটি মানুষের হাতে মোবাইল। আজ যুগ পাল্টেছে।

মন্ত্রী বলেন, আমরা নিরক্ষরমুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। নতুন প্রজন্মই হবে সেই প্রত্যাশিত নতুন বাংলাদেশের বিনির্মাতা। কিন্তু প্রচলিত শিক্ষা দিয়ে তা সম্ভব নয়। তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
নাহিদ আরও বলেন, প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

সরকার কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক করেছে উল্লেখ করে তিনি জানান, ২০ হাজার ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ই-কন্টেন্ট তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব স্কুল-কলেজকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে।

তিনি নতুন প্রজন্মকে বর্তমানের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদেরকে আধুনিক যুগের উপযুক্ত করে গড়ে তুলে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১২
এমএন/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুটেএডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।