ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ১৫ লাখ নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২

রাজশাহী: রাজশাহী জেলায় ২০১৩ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৫ লাখ নতুন বই আসছে।

ইতিমধ্যে রাজশাহী জেলা শিক্ষা অফিসে বইয়ের তালিকা এবং নির্দেশনাপত্র পৌঁছেছে।

কিছুদিনের মধ্যে বই পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ প্রসঙ্গে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম বাংলানিউজকে বলেন, চলতি বছর জেলায় ১৪ লাখ ৯৪ হাজার ২৭৫টি বই আসছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ১৩ হাজার ৪টি, তানোরে ১ লাখ ২৫ হাজার ১০৬টি, পবায় ১ লাখ ৬০ হাজার ৪১৬টি, দুর্গাপুরে ৯৯ হাজার ১৫০টি, চারঘাটে ১ লাখ ১৫ হাজার ৯৪৬টি, পুঠিয়ায় ১ লাখ ১৩ হাজার ৯৩১টি, বাগমারায় ১ লাখ ৮৯ হাজার ৮১৬টি, বাঘায় ১ লাখ ১৮ হাজার ১৬টি, মোহনপুরে ৯৮ হাজার ১০টি এবং রাজশাহী শহরের জন্য বোয়ালিয়ায় আসছে ২ লাখ ৪৪ হাজার ৭৭০টি বই।

তাই এবার যথা সময়েই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
শরীফ সুমন/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।