ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিয়ানীবাজারে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ

বিয়ানীবাজার প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
বিয়ানীবাজারে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ

বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পিএইচজি স্কুল প্রাঙ্গন থেকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।



এতে উপজেলার ৩৬টি বেসরকারি মাধ্যমিক স্কুলের ২ শতাধিক শিক্ষক মিছিলে অংশ নেন।

পরে শিক্ষকরা স্থানীয় পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয় (পিএইচজি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে সমাবেশ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মজির উদ্দিন আনসার,  শিক্ষক নেতা তারেক আহমদ চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, মো. আব্দুল মালিক, মো. মঈন উদ্দিন, মো. নজরুল হক, সত্যরঞ্জন নাথ, খালেদ আহমদ, মো. আব্দুল মুছব্বির, আব্দুদ দাইয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।