ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২

ঢাকা: দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) থেকে অস্থায়ী উপাচার্য হিসেবে আব্দুস সাত্তারকে দায়িত্ব পালনের জন্য অনুমোদন দিয়েছেন।



এর ফলে এনএসইউতে উপাচার্য নিয়োগ নিয়ে দুই মাসের বেশি সময় ধরে চলতে থাকা সঙ্কটের আপাত অবসান ঘটল।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বেলাল আহমেদ বাংলানিউজকে বলেন, “সাবেক উপাচার্য হাফিজ জিএ সিদ্দিকীর আগাম অবসর চেয়ে গত ১৭ সেপ্টেম্বর করা আবেদন আচার্য গ্রহণ করেছেন। একই সঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড আগেই অধ্যাপক সাত্তারকে উপাচার্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল।

বেলাল আহমেদ আরো জানান, সাবেক উপাচার্য হাফিজ জিএ সিদ্দিকীকে প্রফেসর এমেরিটাস সম্মান দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাস্টি বোর্ড। এছাড়া পূর্ব ঘোষিত সব সুযোগ সুবিধা তিনি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছেন, চাকরি থেকে ইস্তফা দিলে ড. হাফিজ জিএ সিদ্দিকীকে আজীবন যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন সেগুলোর মধ্যে- প্রফেসর এমেরিটাস খেতাব, মাসিক দুই লাখ টাকা সম্মানি, নতুন একটি বিলাসবহুল গাড়ি ও মাসে ৩০০ লিটারের জ্বালানি খরচ, একটি ফ্ল্যাট, বাসায় ফ্রি কম্পিউটার, ল্যান্ডফোন, ইন্টারনেট সংযোগসহ আরো সুবিধা। এছাড়াও থাকছে, এনএসইউ’র খরচে বিদেশ ভ্রমণের সুযোগ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।