ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাণফ্রুটো-হলিক্রস দশম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
প্রাণফ্রুটো-হলিক্রস দশম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব শুরু

ঢাকা: “স্বনির্ভর জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আর তাই বিজ্ঞান শিক্ষার প্রতি সকলকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

” বৃহস্পতিবার, ঢাকায় তিন দিনব্যাপী ‘প্রাণ ফ্রুটো-হলিক্রস দশম আন্তঃকলেজ বিজ্ঞান উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক প্রধান ড. ইসতিয়াক মাহমুদ একথা বলেন।

তিনি আরো বলেন, বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত প্রতিভার বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানচর্চার বিষয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই গুরুত্ব সহকারে মনোনিবেশ করা উচিত।  

ঢাকার ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারের বেশী শিক্ষার্থী বিজ্ঞান উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক প্রোজেক্ট ডিসপ্লে, গণিত অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, আ্যাস্ট্রো অলিম্পিয়াড, গ্রিন অলিম্পিয়াড, সুডোকু প্রতিযোগিতা, কুইজ, উপস্থিত বক্তৃতা, দেয়াল পত্রিকা প্রভৃতি আয়োজন থাকবে।

আগামী ২২ সেপ্টেম্বর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে বিজ্ঞান উৎসব শেষ হবে।

হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক চেয়ারম্যান প্রফেসর নাজমা হক, এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার, হলিক্রস সায়েন্স ক্লাবের কোষাধ্যক্ষ সুব্রত পোদ্দার, সমন্বয়ক ইন্দ্রজিত দত্ত, গণিত অলিম্পিয়াড এর সাধারণ সম্পাদক মুনির হাসান।

এছাড়া হলিক্রস কলেজের সাবেক অধ্যক্ষ সিস্টার জোসেফ মেরী সহ হলিক্রস সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।