ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
বাকৃবিতে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে শনিবার হলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

এ সময় তারা হল প্রধানের পদত্যাগও দাবি করেন।



জানা যায়, হলে চুরি বন্ধ, পানি সংকট সমাধান ও খেলার মাঠ সংস্কারের দাবিতে শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের শিক্ষার্থীরা হলের ভেতরে বিক্ষোভ মিছিল করেন।

পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হল প্রভোস্টকে দ্রুত হলে আসার দাবি জানিয়ে হলের মূল গেটে তালা লাগিয়ে সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন।

বিক্ষোভ চলাকালে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আজাদ-উদ-দৌলা প্রধান, হাউস টিউটর জেনারেল ও অন্যান্য হাউস টিউটররা হলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বসে সব দাবি সমাধানের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ শিক্ষার্থী শান্ত হয়।

এ বিষয়ে হলের হাউস টিউটর জেনারেল বাপন দে বাংলানিউজকে বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যাগুলো সমাধান করা হবে। ”

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
আশরাফুল আলম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।