খাগড়াছড়ি: ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে আটক করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে আটক করে। বর্তমানে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্য মতে, ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে পুলিশের গুলিতে টিকতে না পেরে ছেলেটি একটি নির্মাণাধীন ভবনের চারতলা ভবনে আশ্রয় নেয়। চারতলার ছাদের সাইড দিয়ে নেমে তিনি নিজেকে লুকানোর চেষ্টা করেন। কিন্তু তাকে দেখেই দুই পুলিশ গুলি করে।
ছাত্র-জনতার আন্দোলনের পর ৭ নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগ দেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই এসআই।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং খাগড়াছড়ি জেলা পুলিশ তাকে আটক করে। আটকের পর রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এডি/এএটি