ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন বৈষম্য কমাতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
বেতন বৈষম্য কমাতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধান শিক্ষকদের বেতন স্কেলের একধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম’র ব্যানারে তারা এই দাবি জানান।



শিক্ষকরা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকদের চেয়ে তিনধাপ নিচে নেমে যাবে। এতে করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য আরও বৃদ্ধি পাবে।

তাই এ সমস্যা নিরসনের জন্য অর্থমন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আসন্ন প্রজ্ঞাপন জারিতে সহকারী শিক্ষকদের বৈষম্য দূরিকরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।

এসময় সংগঠনের আহ্বায়ক মো. ওহিদুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি সকল উপজেলা পর্যায়ে শিক্ষক সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন সহকারী শিক্ষকেরা। পরে ১২ ফেব্রুয়ারি সকল জেলা পর্যায়ে শিক্ষক সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়াও ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভায় ১২ ফেব্রুয়ারির পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব মো. আবদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, মুনশি জাহিদুল আহমদ, মোহাম্মদ মনির হোসেন ও আরিফ দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।