ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবির ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
পাবিপ্রবির ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ১৩টি অনুষদে ৫৫০ আসনের বিপরীতে ১৯ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী এতে অংশ নেবে।

এবার প্রতি আসনের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ফারুক হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, শুক্রবার পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববদ্যালয় কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবিপ্রবির নিজস্ব ওয়েবসাইট www.pust.ac.bd থেকে জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।