ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির নির্বাচনে নীলদল জয়ী

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
জবি শিক্ষক সমিতির নির্বাচনে নীলদল জয়ী ছবি: ড.পরিমল বালা ও ড. সরকার আলী আক্কাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সবকটি পদে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদল বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.কামরুল আলম খান এ ঘোষণা দেন।



নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড.রেজাউল করীম পেয়েছেন ৮৮ ভোট।

সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. আজম খান পেয়েছেন ৯৩ ভোট। কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো.আলী নূর ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড.পরিমল বালা ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক ড. রহিস উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড.আবুল কালাম মো.লুৎফর রহমান ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সহকারী অধ্যাপক শাহিনুর জামান পেয়েছেন ৮৩ ভোট।

১০ সদস্যের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রভাষক শেখ মাশরিক হাসান মেহেদি। তার প্রাপ্ত ভোট ৩৭৯ টি।

নির্বচন কমিশনারের তথ্য অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ নির্বাচনে মোট  ৪৯০টি ভোটের মধ্যে ৪১৯টি ভোট পড়ে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৪/আপডেটেড- ০২০০ ঘণ্টা, ৩১ জানুয়ারি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।