ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিনশ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদ দেওয়া হয়েছে।

 

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের আয়োজনে বৃত্তি ও সনদ দেওয়া হয়।

 

 

মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল উল্যার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম সাত্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম বেলাল হোসেন, বিএনপি নেতা মোশারেফ হোসেন পাটওয়ারী, শিক্ষক সমিতির নেতা আবুল বাসার বশির, অ্যাডভোকেট  মাহবুবুল করিম টিপু ও মাস্টার বাবুল হোসেন প্রমুখ।

 

এসময় উপজেলার বিভিন্ন স্কুলের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।  

 

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।