সিলেট: আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬৮ হাজার দুইশ’ ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে নয় হাজার পাঁচশ’ ৭৭ জন।
২০১৩ সালে এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ছয়শ’ ৭২ জন।
পরীক্ষার্থীর সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা প্রায় আট হাজার বেশি। আর মানবিক বিভাগে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বাংলানিউজকে বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের চার জেলায় ৬৮ হাজার দুইশ’ ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩০ হাজার দুইশ’ ১৫ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৩৪ জন।
বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ছয়শ’ ৬৪ জন, ব্যবসায় শিক্ষায় সাত হাজার দুইশ’ ১২ জন এবং মানবিকে ৪৮ হাজার তিনশ’ ৭৩ জন।
বোর্ড সূত্র আরও জানায়, এবছর বোর্ডের অধীনে সিলেট জেলায় সবচেয়ে বেশি এবং হবিগঞ্জ জেলায় সবচেয়ে কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সিলেট নগরীসহ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার তিনশ’ ১৫ জন। এর মধ্যে ১১ হাজার সাতশ’ ৮৩ জন ছাত্র ও ১৪ হাজার পাঁচশ’ ৩২ জন ছাত্রী।
মৌলভীবাজার জেলার পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার পাঁচশ’ ৩৪ জন। সুনামগঞ্জ জেলার পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার পাঁচশ’ ১৫ জন। হবিগঞ্জ জেলার মোট ১২ হাজার আটশ’ ৮৫ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, এবারের পরীক্ষায় ১৫টি নতুন কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। এ বছর সিলেট বিভাগের মোট ১১৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কেন্দ্র সংখ্যা ছিল ১০০টি।
এছাড়া নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সিলেট শিক্ষা বোর্ডের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ৪টি বিশেষ এবং ৪০টি সাধারণ পরিদর্শন টিম গঠন করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান।
এছাড়াও জেলা-উপজেলা প্রশাসনে কর্মরত সরকারের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দেশের আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসি ও সমমানে আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ১৩ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪