শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আশপাশের প্রায় শতাধিক মেস ৭ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। হঠাৎ করে এমন নির্দেশনা আসায় বিপাকে পড়েছে এ সব মেসে থাকা প্রায় ২ হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় এলাকায় শিবিরের তৎপরতা ঠেকাতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন মেসের শিক্ষার্থীদের মেস খালি করার নির্দেশ দিয়েছে জালালাবাদ থানা পুলিশ।
২৬ জানুয়ারি শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর ক্রমাগত হামলা থেকে ক্যাম্পাস রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এ অভিযান শুরু করে পুলিশ।
এ সব অভিযানে বিভিন্ন সময় ২ শতাধিক সাধারণ শিক্ষার্থীকে আটক করা হলেও ঘটনার মূল হোতা শিবির ক্যাডাররা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
৭ হাজার শিক্ষার্থীর এ বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে সিট রয়েছে মাত্র ৯৭০টি। ফলে শিক্ষার্থীদের বেশিরভাগকেই থাকতে হয় আশপাশের মেসগুলোতে।
অভিযানের সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়া শাবি শিক্ষার্থী মোহাম্মদ নাছির বলেন, হলে শিক্ষার্থীদের স্থান সঙ্কুলান হয় না। তার উপর যদি এ ধরনের হয়রানির মুখে পড়তে হয় তবে সাধারণ শিক্ষার্থীদের আর উপায় থাকে না।
অপর শিক্ষার্থী তাজুল বলেন, সন্ত্রাস বন্ধ করতে সীমানা প্রাচীর নির্মাণ করাই হবে বুদ্ধিমানের কাজ। আশা করি অহেতুক এসব হয়রানি না করে প্রশাসন যথাযথ পদক্ষেপ নিবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, সন্ত্রাসী ছাড়া নিরীহ শিক্ষার্থীদেরকে হয়রানি না করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। ভুক্তভোগী কেউ অফিসিয়ালী চিঠি দিলে বিষয়টি দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া বলেন, সন্ত্রাসী আটক করার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় এজন্য পুলিশকে বলা হয়েছে।
তবে নির্দেশনা সত্ত্বেও পুলিশ কতটুকু কাজ করবে এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিক্ষার্থীদের মনে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪