ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা, ককটেল বিস্ফোরণ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
রাবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা, ককটেল বিস্ফোরণ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

ধর্মঘটের তৃতীয় দিনের শুরুতে ক্যাম্পাসে ফের বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা দফায় দফায় পুলিশি বাধার মুখে পড়েন।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শিক্ষকরা ঢুকতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষকদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছে।

এদিকে, ক্যাম্পাসে পুলিশের সাজোয়া যান ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

অপরদিকে, সকাল ১০টার দিকে ক্যাম্পাসে গোল্ডেন জুবেরি টাওয়ারের সামনে দু’টি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালুকৃত সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে তৃতীয় দিন রোববার সকালে ধর্মঘটের সমথর্নে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধর্মঘট পালন করতে রোববার সকাল ৭টার দিকে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও পার্শ্ববর্তী ছাত্রবাস থেকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এসে জড়ো হতে থাকে। সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে কয়েক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বড়ির উপস্থিতিতে পুলিশ শিক্ষার্থীদের কাছ থেকে মাইক কেড়ে নেয় এবং তা ভাঙচুর করে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে।

একই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতায় বিভিন্ন একাডেমিক ভবনের তালা ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে শিক্ষার্থীরা ছুটে এসে তাদের বাধা দেয়। এরপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৫০-৬০ জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন।

এছাড়াও কয়েক হাজার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর সারওয়ার জাহান বাংলানিউজকে বলেন, আমরা দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিতে পারে না। যাতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ব্যবস্থা করছে। শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখে শনিবার বর্ধিত ফি বাস্তবায়ন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি পুরোপুরি মেনে না নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিন্ধান্তকে প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স চালু ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ বিভিন্ন ফি দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়। এর আগে থেকেই আইন ও বিজনেস স্টাডিজ অনুষদে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও প্রশাসন ভবন ঘেরাও করার পর বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট করে আসছেন শিক্ষার্থীরা।

রাবি প্রক্টর তারিকুল হাসান বাংলানিউজকে জানান, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

** রাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বর্ধিত ফি স্থগিত

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।