ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রক্ত দিয়ে জীবন বাঁচানোয় আত্মতৃপ্তি আছে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
রক্ত দিয়ে জীবন বাঁচানোয় আত্মতৃপ্তি আছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রক্তদানের মাধ্যমে অপরের জীবন বাঁচানোর মধ্যে আত্মতৃপ্তির অনুভূতি আছে। স্বেচ্ছায় রক্তদানের মধ্যে জীবনের জয়গান আরও বেশি।

এই আত্মতৃপ্তি ও সুখানুভূতি তিনি  লাভ করেছেন, যিনি স্বেচ্ছায় রক্তদান করেছেন।

বুধবার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের দশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন এ কথা বলেন।

ভারপ্রাপ্ত উপাচার্য বাঁধন সদস্যদের মানবতার দূত অভিহিত করে বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ব্যাপারে আরও প্রচারণা চালিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাঁধনের উপদেষ্টা অধ্যাপক খবির উদ্দিন, সহযোগী অধ্যাপক সোহেল আহমদ এবং বাঁধনের সভাপতি দিদারুল আলম বক্তব্য রাখেন।

উদ্বোধনী শেষে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।