ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৭ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
নীলফামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৭ হাজার

নীলফামারী: চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলার ১৭ হাজার ১৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এরমধ্যে এসএসসিতে ১২ হাজার ৭৪২, দাখিলে ২ হাজার ৮০১, এসএসসি ভোকেশনালে ২ হাজার ৮০১ এবং দাখিল ভোকেশনালে ১৪৩ জন পরীক্ষার্থী রয়েছে।


 
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এসএসসিতে ২০টি, দাখিলে ৬টি, এসএসসি ভোকেশনালে ৬টি এবং দাখিল ভোকেশনালে ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৯৬ জন।

নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী বাংলানিউজকে জানান, ৯ ফেব্রুয়ারি রোববার সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নকলমুক্ত পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।