রংপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ১ লাখ ১ হাজার ৭শ ৫৩ পরীক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
গতবছরের তুলনায় এই সংখ্যা প্রায় ২৩ হাজার কম।
এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, এবার ১ লাখ ১ হাজার ৭শ ৫৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮শ ৯০ ও ছাত্রী ৪৮ হাজার ৮শ ৬৩ জন। গতবছরের তুলনায় এবার ২৩ হাজার ১৮৭ পরীক্ষার্থী কম।
তবে কি কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কম তা জানাতে পারেননি তিনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। গঠন করা হয়েছে ২শ ১টি ভিজিলেন্স টিম।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪