ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিভাগীয় পদার্থ অলিম্পিয়াড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
রাবিতে বিভাগীয় পদার্থ অলিম্পিয়াড

রাবি: চতুর্থ বারের মত রাজশাহী বিভাগীয় পর্বের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।


 
বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটি এর আয়োজক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও রাবি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমেরিটাস অরুণ কুমার বসাক।

এছাড়াও উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজাউল ইসলাম এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব।

বগুড়া, পাবনা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার ১২টি কলেজ ও ১৫ টি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এ অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে।

আয়োজকরা জানান, এই অলিম্পিয়াড থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা পর্যায়ক্রমে জাতীয় অলিম্পিয়াডে এবং পরে সেখান থেকে নির্বাচিত পাঁচজন কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ গ্রহণ করার সুযোগ পাবে। ’ 

প্রধান অতিথি বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও রাবি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমেরিটাস অরুণ কুমার বসাক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং  তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন  করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।