ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বসন্ত বরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জাবিতে বসন্ত বরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্তকে বরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের উদ্যোগে নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে মহুয়া তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।



পরে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বসন্ত র‌্যালি বের করেন। র‌্যালিটি নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ কাহালী, কবি খালেদ হোসাইনসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।

খালেদ হোসাইন বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবারো বসন্ত বরণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন বিভাগ ও হলের উদ্যোগ বসন্ত বরণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়।

এদিকে ‘পূর্ণিমা রাতে এসো মেতে উঠি জীবনের জয়গান শুদ্ধ সঙ্গীত উৎসবে’ এই স্লোগানকে ধারণ করে সারারাত ব্যাপী বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে চাঁদ দেখা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে। পূর্ণিমার চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ধ্রুপদী বাংলা গান পরিবেশিত হবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শম্পা রেজা, নাশীদ কামাল, রেজওয়ান আলী, শিউলী ভট্রাচার্য, মুরাদ, নিশিত দে, সঞ্জীবন স্যানাল, বিজন মিস্ত্রি, ইফতেখার ডলার, গৌতম ও নীলয় প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।