ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে বসন্ত বরণ উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
খুবিতে বসন্ত বরণ উৎসব

খুলনা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে(খুবি) বসন্ত বরণ হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য ৠালি বের হয়।



এটি ৩নং একাডেমিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে অদম্য বাংলা হয়ে নতুন প্রশাসনিক ভবন ও হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

দুপুরে ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে আনন্দ উৎসবে মেতে ওঠে।

এসময় বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের প্রধান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এবারে স্বল্প সময়ে ও স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আকারে এ আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতে  ক্যাম্পাসে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে।

বিকেলে ডিসিপ্লিনের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ‘রসের হাড়ি’ নাটক পরিবেশিত হয়। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।