শাবিপ্রবি(সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ রাকিব উদ্দিন মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ শেষে তার বাসায় ফেরার পথে ক্যাম্পাসে বহিরাগত এক মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দেয়।
পরবর্তীতে তার সহকর্মীরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান মস্তাবুর রহমান বাংলানিউজকে জানান,চিকিৎসা চলছে। তার বাম পায়ের দু’টি হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
এ বিষয়ে প্রক্টর হিমাদ্রী শেখর রায় বাংলানিউজকে জানান, মোটরকেলের চালকসহ এক আরোহীকে আটক করেছে পুলিশ।
এদিকে, বিশ্ববিদ্যালয় এলাকায় সংরক্ষিত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে, আটক দুইজনের শাস্তি দাবিতে বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ করে রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত(বিকেলে সাড়ে ৫টা) অবরোধ চলছিল।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪