ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গল ও বুধবার ইবিতে ছাত্রদলের ধর্মঘট

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
মঙ্গল ও বুধবার ইবিতে ছাত্রদলের ধর্মঘট

ইবি: আগামী মঙ্গল ও বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে।

 

গ্রেফতারকৃত ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

 

শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ইবি ছাত্রদল সভাপতি ওমর ফারুক।

 

ছাত্রদলের পাঁচ দফাসমূহ হচ্ছে, ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক নেতাকর্মীদের মুক্তি, ছাত্রদলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধকরণ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, জিল্লুর রহমান রুবেল, ফারুক আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, তুহিন আলী, সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ, রাজু, ইলিয়াস মেহেদী প্রম‍ুখ।

 

একই দাবিতে গত ৫ জানুয়ারি ধর্মঘটের ডাক দেয় ইবি ছাত্রদল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতিতে ধর্মঘট স্থগিত কর‍া হয়।

 

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।