রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
ভর্তির তারিখ অনুযায়ী ভর্তিচ্ছুদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হলেও ভর্তির অন্য কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে সম্পন্ন করতে হবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) থেকে ফরম পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক শনিবার বাংলানিউজকে জানান, ইতোমধ্যে বিভিন্ন ইউনিটে সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। ভর্তি ফরম পূরণের পর নির্ধারিত ফি বাবদ প্রয়োজনীয় অর্থ যেকোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সঙ্গে আনতে হবে।
কলা, আইন, বিজনেস স্টাডিজ ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য দুই হাজার নয়শো ১০ টাকা এবং বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদের জন্য তিন হাজার ৩৪ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়াও বিভাগ ও হলের ফি বাবদ প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইলের মাধ্যমেও সংশ্লিষ্ট তথ্য জানা যাবে-
অনুষদগুলোর ফোন নম্বর হলো- কলা অনুষদÑ ০৭২১৭১১১৪৪, আইন অনুষদÑ০৭২১৭১১১৪৩, বিজনেস স্টাডিজ অনুষদÑ০৭২১৭১১১২৯, সামাজিক বিজ্ঞান অনুষদÑ০৭২১৭১১১৩০, বিজ্ঞান অনুষদÑ ০৭২১৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদÑ ০৭২১৭১১১৫৭, কৃষি অনুষদÑ ০৭২১৭১১১৪২, প্রকৌশল অনুষদÑ ০৭২১৭১১১২৫।
ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, মূল নম্বরপত্র, মূল নিবন্ধনপত্র এবং ভর্তি পরীক্ষার পরীক্ষার প্রবেশপত্র (পরীক্ষার হল পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এইচএসসি/সমমান পরীক্ষার নিবন্ধনপত্রের কপি), উল্লিখিত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি ডিন অফিসে জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ হলে পরবর্তী নির্দেশনা সংশ্লিষ্ট ডিন অফিস থেকে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪