ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি ঘোষণা রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি ঘোষণা রোববার

ঢাকা: পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা রোববার ঘোষণা করা হবে।

দুপুর সাড়ে ১২টায় গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবেন।



এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন।

আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, এবার ৫৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২২ হাজার এবং সাধারণ বৃত্তি পাচ্ছে ৩৩ হাজার শিক্ষার্থী।

পরীক্ষা দুটিতে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৪ জন। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ শিক্ষার্থী। ইবতেদায়িতে পেয়েছে ৭ হাজার ২৫৩ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।