ময়মনসিংহ: খাগড়াছড়িতে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে চক্রবাকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।
এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সুজন আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.বিজয় ভূষণ দাস, চারুকলা বিভাগের শিক্ষক সাফিন ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী দীপঙ্কর বৈরাগি বলেন, খাগড়াছড়িতে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের পর হত্যা এবং একইভাবে রাঙ্গামাটিতে এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করেছে নরপিশাচরা।
দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দীপঙ্কর।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪