বৃহস্পতিবার ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) মিলনায়তনে উচ্চশিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত হয়। ডিআইআইটির নির্বাহী পরিচালক নূরুজ্জামান এতে শুভেচ্ছা বক্তব্য এবং মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন’র ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অফিসার মিস. ফেলিসিটি ডেল।
মূল বক্তব্যে ফেলিসিটি ডেল উচ্চশিক্ষার জন্য ইংরেজির গুরুত্ব ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন এ শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও ডিআইআইটি’র শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ডিআইআইটি ও ইউনিভার্সিটি অব ওলভারহেম্পটন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪