ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে চলা ছাত্রদলের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এসময় দু’টি বাস ভাঙচুর করা হয়েছে।
রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদাহ থেকে কোনো গাড়ি ক্যাম্পাসে এসে পৌঁছায়নি।
এদিকে, ধর্মঘটের মধ্যে ক্যাম্পাস সচল রাখতে ২য় শিফটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত কিছু গাড়ি পুলিশি পাহারায় ক্যাম্পাসে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় গাড়াগঞ্জ এলাকায় বিশ্ববিদ্যালয়গামী দু’টি বাসে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শৈলকুপা থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী চারটি বাস গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে এর মধ্যে দু’টি বাসে দুর্বৃত্তরা ভাঙচুর করে পালিয়ে যায়। তবে এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, ধর্মঘটের মধ্যে আতঙ্কে ক্যাম্পাসে সাধারণ শিক্ষর্থীর উপস্থিতি কম হওয়ায় অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি বলে যানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত একটি বাসে কে বা কারা ভাঙচুর করেছে। আমরা তাদের সনাক্ত করার চেষ্টা করছি।
এদিকে, ইবি ছাত্রদল সভাপতি ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসের গাড়ি ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে ৫ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই দাবিতে ক্যাম্পাসে দুই দফায় ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে ছাত্রদল।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার ও রোববার আবারো ছাত্র ধর্মঘটের ডাক দেয় ইবি শাখা ছাত্রদল।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪