যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ট্রেজারার প্রফেসর জামাল হোসেন ও রেজিস্টার প্রকৌশলী আহসান হাবিব এক এক সিকিউরিটি গার্ডের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মাস্টারোলে পিয়ন পদে এক প্রার্থীর চাকরির দাবিতে যবিপ্রবির সিকিউরিটি গার্ড বাদল এ ঘটনা ঘটান।
যবিপ্রবি সূত্র জানায়, দুপুরে কর্মচারী বাদল যবিপ্রবির ট্রেজারার প্রফেসর জামাল হোসেন ও রেজিস্টার প্রকৌশলী আহসান হাবিবের কাছে এক চাকরি প্রার্থীর চাকরির জন্য ধর্ণা দেয়। এ সময় তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদনের কথা বললে বাদল ক্ষিপ্ত হয়ে তাদের লাঞ্ছিত করেন।
কর্মচারীর হাতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনা জানাজানি হলে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তারা এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চান।
এ ব্যাপারে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার জানান, ট্রেজারার ও রেজিস্টারের সঙ্গে কর্মচারীর অশোভন আচরণের বিষয়টি তিনি শুনছেন।
এ ব্যাপারে আলোচনার মাধ্যমে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪