রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অবাঞ্ছিত ও দুঃখজনক ঘটনায় আহত কোনো শিক্ষার্থীর দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে তার সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
এ বিষয়ে রাবির ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বাংলানিউজকে বলেন, যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সহায়তা করব।
বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। দফায় দফায় ওই হামলায় বেশ কয়েকজন রাবার বুলেট বিদ্ধসহ আহত হন শতাধিক শিক্ষার্থী। পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা রাবি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪