ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন কর্মসূচি ঘোষণা‍র মধ্য দিয়ে রোববারের কর্মসূচি শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার কালো পতাকা ধারণ ও মানববন্ধনের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।



বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্তার কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, সোমবার সকাল ১০টায় শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে মানববন্ধনের আয়োজন করা হবে।

মানববন্ধনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে।

তিনি আরো ঘোষণা দেন, মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বুকে কালো পতাকা ধারণ করবে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ ঘোষণা করা হয়।

এদিকে, যে সব পুলিশ ক্যাম্পাসের ভেতর ঢুকে অন্যায়ভাবে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে, তাদের প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।



অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (নীল দল) সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লালবাগ জোনের ডিসি হারুন-অর-রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ যে সব পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।  

ওদিকে, সমস্যা সমাধানে স্থানীয় এমপি ফিরোজ রশিদ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তিনি এ আন্দোলননের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, আমি বিষয়টি সংসদে উপস্থাপন করবো।

পাশাপাশি তিনি বলেন, যে সব পুলিশ অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে প্রত্যাহার করা হবে।

এদিকে, চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে রোববার সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেট সভার আহ্বান করেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জবি’র তিব্বত হল উদ্ধারে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ সময় পুলিশের রাবার বুলেটে অন্তত দুইশ শিক্ষার্থী আহত হয়। অন্যদিকে, পুলিশের দাবি ২০ থেকে ২৫ জন পুলিশ আহত হয়েছেন।

**জবির হল উদ্ধারে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

বাংলাদশে সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।