ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ব.শিক্ষক সমিতি

সাইদুল সভাপতি,পরিমল সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
সাইদুল সভাপতি,পরিমল সম্পাদক

রংপুর: বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইদুল হক সভাপতি এবং একই বিভাগের অপর সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শীর্ষ এই দু’টিসহ ১৫ পদের সবগুলোতেই জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল।



রোববার নির্বাচনের সিডিউল অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে প্রার্থীদের প্রাথমিকভাবে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।  

মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষকদের প্যানেল থেকে অন্যান্য পদে প্রাথমিকভাবে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ড. আবু মো. ইকবাল রুমি শাহ্, কোষাধ্যক্ষ শেখ মাজেদুল হক, যুগ্ম-সম্পাদক এইচ এম তারিকুল ইসলাম।

এছাড়াও সমিতির কার্যকরী সদস্য হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিউল আজম খান, ড. শফিকুর রহমান, মো. শরিফুল ইসলাম, ড. মো. রশীদুল ইসলাম, আসিফ আল মতিন, মুহাম্মদ শামসুজ্জামান, আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, তাবিউর রহমান প্রধান, মো. ফেরদৌস রহমান এবং মো. দেলোয়ার হোসেন।

২০১২ সালের ২২ মার্চ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০১৩ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দ্বিতীয় দফা নির্বাচন সময়মতো অনুষ্ঠিত না হওয়ায় ৩৪ জন সাধারণ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী ‘রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০১৪’ পরিচালনা করার জন্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার ও ভূগোল বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করে সমিতি।

গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির কাছে দ্রুত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাধারণ সম্পাদক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।