ঢাকা: ছাত্রী উত্ত্যক্তের জের ধরে রাজধানীর তিতুমীর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় ঘণ্টাব্যাপী গুলশান-মহাখালী সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিতুমীর কলেজের এক ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে এ সংঘর্ষ ঘটে।
জানা যায়, দুপুরের দিকে তিতুমীর কলেজের এক ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাইকেল দিয়ে ধাক্কা দেয়। এ ঘটনায় ওই ছাত্রী ছাত্রকে থাপ্পড় মারে। পরে তিতুমীর কলেজের ওই ছাত্র তার বন্ধু-বান্ধব নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়।
এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ ও তিতুমীর কলেজের ছাত্রদের ধাওয়া করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ঘণ্টাব্যাপী উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।
বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্ররা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে পরিস্থিতি শান্ত হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, ভুল বোঝাবুঝি নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা তাদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দিতে বললে তারা রাস্তা ছেড়ে দেয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪