খুলনা: জাপানের হাকিয়াদো বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিসি ফর সাসটেইনেবল এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. ইডা টামন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকাল ১০ টায় তিনি কুয়েটে আসেন।
এসময় ঘণ্টাব্যাপী আলোচনায় গবেষণার জন্য কুয়েট ও জাপানের হাকিয়াদো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্টুডেন্ট এক্সচেঞ্জ বিষয়ে ঐক্যমত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম।
কুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রফেসর ড. ইডা টামন ‘জেনারেল ডিজাইন অ্যাপ্রোচ ফর স্ট্রেইনিং অব কনফারেন্স স্ট্রাকচার’ শীর্ষক সেমিনারে পেপার উপস্থাপন করবেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪