ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সায়েন্স অ্যারেনা’র দশক পূর্তি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
শাবিপ্রবিতে সায়েন্স অ্যারেনা’র দশক পূর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র দশক পূর্তি উদযাপিত হয়েছে।

দশক পূর্তি উপলক্ষে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত হয় সংগঠনের স্মৃতিচারণামূলক ছবি প্রদর্শনী।



দুপুর সাড়ে ১২টার দিকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে দশক পূর্তির কেক কাটা  হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সহকারী প্রক্টর আবদুল্লাহ আল শোয়েব, বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রভাষক মোস্তফা কামাল মাসুদ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কে এম খালেদুজ্জামান নয়ন, সৈয়দ রেজওয়ানুল হক রুবেল, আমিনুল ইসলাম ভুইয়া, হেফজুল বারী, ইশতিয়াক হোসেন সিদ্দিকী, সৌরভ প্রমুখ।

২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারি কিছু তরুণ বিজ্ঞান প্রেমিকদের নিয়ে যাত্রা শুরু করে সাস্ট সায়েন্স অ্যারেনা।

শুরু থেকেই বিজ্ঞান ভিত্তিক আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা, বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বইমেলা, আন্তঃবিশ্ববিদ্যালয় সুডোকু, বিভাগীয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি পদার্থবিজ্ঞান বিষয়ক কর্মশালা, মজার মজার তারা চেনা, জ্যোতির্ময় সূর্যের কলঙ্ক দর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।