ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)শিক্ষার্থীরা। এ সময় ব্যাংকের উল্টোদিকে অবস্থিত সমবায় ব্যাংকের জায়গায় দেওয়া সীমানা প্রাচীর ভেঙে এর ভেতরে অবস্থিত দোকানে আগুন ধরিয়ে দেন জবি শিক্ষার্থীরা।
সদরঘাট শাখার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সমবায় ব্যাংকের জায়গায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র বানানোর দাবি জানিয়েছেন।
সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না দেয় তাহলে তারা সহিংস আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ঘেরাও করেন জবি শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বেলা সোয়া ১১টা থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্বিবিদ্যালয়ের অভ্যন্তরে ৩৮ শতাংশ জায়গায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ঘেরাও কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা ব্যাংক ভবনের মূল ফটকের সামনে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ নামে একটি ব্যানার লাগিয়ে দিয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখাটি স্থানান্তর না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম।
এদিকে আট দফা দাবিতে সকালে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতি ব্যানারে জবি শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪
বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখা ঘেরাও জবি শিক্ষার্থীদের