ঢাকা: বেদখল হল উদ্ধার ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অপসারণ ও নতুন হল নির্মাণসহ ৬ দফা দাবিতে বুধবার বিক্ষোভ শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আন্দোলনের ১৮তম দিনে বুধবার বেলা ১১টায় ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সদরঘাট শাখার বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারদিকে সদরঘাট, বাংলাবাজার, সিএমএম কোর্ট ও লক্ষ্মীবাজার এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে। এ সময় রাস্তায় টায়ার ও শীত বস্ত্র পোড়াচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণ না করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হবে বলেও জানান তারা।
এদিকে ক্লাস বর্জন করে ৮ দফা দাবিতে জবি শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করছে শিক্ষকরা।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সাজোয়াযানসহ বিপুল সংখ্যক ৠাব-পুলিশ মোতায়েন রয়েছে।
** বাংলাদেশ ব্যাংকের স্থান পরিবর্তন!
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪/ আপডেটেড- ১২১৫ ঘণ্টা।