ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেশ রক্ষার শক্তি তরুণদেরই রয়েছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
দেশ রক্ষার শক্তি তরুণদেরই রয়েছে

ঢাকা: বাংলা ভাষা আমাদের সবচেয়ে বড় সম্মানের অর্জন। এই ভাষা ও এর মান রক্ষার বোধ পরিবার থেকেই আসতে হবে।

এ দেশের তরুণদেরই দেশ ও ভাষার মর্যাদা রক্ষার শক্তি এবং সাহস রয়েছে।

বৃহস্পতিবার বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কলাবাগান ক্যাম্পাসের বিজয় কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী এসব কথা বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিউজিক, ডান্স ও ড্রামা ক্লাবের উদ্যোগে ‘কবি, কবিতা আর কবির সঙ্গে কথোপকথন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী ভাষা, দেশ ও স্বাধীনতা বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী ও দিমা নেফারতিতি।

সাংবাদিক ও আবৃত্তি শিল্পী দিমা নেফারতিতির সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এসইউবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক হামিদুর রহমান, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।