ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি খুলে দেওয়া, মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
রাবি খুলে দেওয়া, মামলা প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী: অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দেওয়াসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে রাজশাহী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, ছাত্র-শিক্ষকের সম্পর্ক এখন মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তা আরও গভীর সঙ্কটের মুখে পড়বে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিও সংবাদ সম্মেলনে করা হয়।

গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ৬টি মামলা করে। এছাড়া ওই দিন সন্ধ্যায় রাবি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

হামলার ঘটনায় সেদিন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু এখনও তদন্ত কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।