ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএসে রংপুরে পরীক্ষার্থী ২ হাজার ১শ ৪৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
৩৪তম বিসিএসে রংপুরে পরীক্ষার্থী ২ হাজার ১শ ৪৯

রংপুর: ৩৪ তম বিসিএসের লিখিত পরীক্ষায় রংপুর কেন্দ্রে ২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩ জন উপজাতীয় পরীক্ষার্থী রয়েছেন।



শনিবার পাবলিক সার্ভিস কমিশন রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে এ তথ্য জানানো যায়।

সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ মে অনুষ্ঠিত হওয়া ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রংপুরের ১৪টি কেন্দ্রে ১৫ হাজার ৪৭৮ চাকরি প্রার্থী অংশ নেন। এরপর ফল প্রকাশের পর কোটা প্রথা বাতিলসহ শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের মুখে ওই বছরের ১৪ জুলাই ফের পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করে পিএসসি।

এরমধ্যে রংপুরে ২ হাজার ১শ ৪৯ প্রার্থী রয়েছেন।

পাবলিক সার্ভিস কমিশন রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জগদীশ চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, উপজাতি কোটায় ৩ জনসহ মোট ২ হাজার ১শ ৪৯ পরীক্ষার্থী রংপুর কেন্দ্র থেকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরইমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আগামী ২৪ থেকে ৩১ মার্চ সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।