শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা শিবিরের বহিষ্কৃত ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে ক্যাম্পাসে মহড়া দিয়েছে শিবির নেতাকর্মীরা।
রোববার সকাল ৯টার দিকে শিবির নেতাকর্মীরা ক্যাম্পাসের একাডেমিক ভবন থেকে একটি মিছিল বের করে।
মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে চেতনা একাত্তরের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট, ক্যাম্পাস ঘেরাও ও সিলেট বিভাগে হরতালসহ লাগাতার অবরোধের হুমকি প্রদান করা হয়।
এদিকে, এক সংবাদ বার্তার মাধ্যমে শিবির জানিয়েছে, দলীয় নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা শাবিপ্রবি উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে।
এছাড়া পরবর্তীতে এলকাবাসী, সিলেটের রাজনৈতিক , সামাজিক ও প্রশাসনিক নেতাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে ১০ মার্চ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪