রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার দুপুরে রাবি সিনেট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপাচার্য ২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনার পূর্বাপর গৃহীত বিভিন্নœ পদক্ষেপ সম্পর্কে অবহিত করে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অন্যদের পরামর্শ চান।
বৈঠকে উপস্থিত সবাই বিশ্ববিদ্যালয় খোলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপাচার্যকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
আলোচনায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্টার প্রফেসর মু. এন্তাজুল হক উপস্থিত ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি রাবিতে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪