ঢাকা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে কম্পিউটার ক্লাব ক্লাস্টার।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও সহযোগিতার উদ্দেশ্যে ক্লাস্টার সেবা কেন্দ্র করা হয়।
সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই খুবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে হাজারো পরীক্ষার্থীকে নানা বিড়ম্বনায় পড়তে হয়। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ অনেক প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে যায়। এতে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও কেন্দ্রের অবস্থানসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোডসহ ক্লাস্টারের সদস্যরা এ ধরনের সহযোগিতা দিয়ে থাকেন।
আর ‘ক্লাস্টার’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ক্লাস্টারের উপদেষ্টা ও সিএসই ডিসিপ্লিনের শিক্ষক সৈকত মণ্ডল বলেন, হাজারো ভর্তিচ্ছুর মধ্যে এখানে সবাই ভর্তির সুযোগ পান না। কিন্তু ক্লাস্টারের সহযোগিতার কথা অনেকেই মনে রাখেন।
এদিকে মুহূর্তেই ভর্তি সংক্রান্ত তথ্য খুঁজে পেতে একটি সফটওয়্যার তৈরি করা হয়ছে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, মার্চ ০২, ২০১৪
শিক্ষা
ভর্তিচ্ছুদের জন্য খুবিতে ‘ক্লাস্টার’
নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।