রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের একশ টাকার বিনিময়ে রাজনীতির বই ‘সম্প্রতি বাংলাদেশ’ বাধ্যতামূলকভাবে তুলে দিচ্ছেন ডিন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের কক্ষে এ ঘটনা ঘটতে দেখা যায়।
ডিনের কক্ষে গিয়ে দেখা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির ফরমে স্বাক্ষর নেওয়ার সময় ডিন আবদুল হাই তালুকদার নিজে শিক্ষার্থীদের ‘এই বইটা নাও, একশ টাকা লাগবে’ একথা বলছেন। এতে প্রায় সব শিক্ষার্থী তার লেখা বইটি নিতে বাধ্য হচ্ছেন।
‘সম্প্রতি বাংলাদেশ’ শিরোনামে লেখা বইটিতে ‘বিরোধীদলের নেতাদের মুক্তি’, ‘সরকারের সফলতা-বিফলতা’, ‘মাহমুদুর রহমানের পুরস্কার পাওয়া উচিত’ ও ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র’ শীর্ষক বিভিন্ন প্রবন্ধ রয়েছে।
এছাড়া, যারা ওই অনুষদে ভর্তি হচ্ছেন কোনো রশিদ ছাড়াই তাদের কাছ থেকে তিনশ করে টাকা নেওয়া হচ্ছে। বিনিময়ে কলা অনুষদের একটি জার্নাল দেওয়া হচ্ছে।
অনুষদে দায়িত্বরত কর্মকর্তারা জানান, জার্নাল বাবদ দুইশ টাকা এবং অনুষদের কম্পিউটার ল্যাব বাবদ একশ টাকা করে নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো অনুষদে বিনা রশিদে এরকম কোনো খাতে টাকা নেওয়া হচ্ছে না।
কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল হাই তালুকদার বাংলানিউজকে বলেন, কম্পিউটার ল্যাব ও জার্নালের জন্য তিনশ টাকা নেওয়া হচ্ছে। রশিদ দেওয়া না হলেও এর হিসেব রয়েছে।
রাজনৈতিক বই বিক্রির বিষয়ে তিনি বলেন, এটা নেওয়া বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছে হচ্ছে তারা নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আমি বিষয়টা জানি না। এ ব্যাপারে অফিসিয়ালি খোঁজ নিয়ে বিষয়টা দেখব।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪