ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির নতুন উপাচার্য ফারজানা, উপ-উপাচার্য আবুলের যোগদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
জাবির নতুন উপাচার্য ফারজানা, উপ-উপাচার্য আবুলের যোগদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন যোগদান করেছেন।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম.এ মতিনের নিকট থেকে অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।



অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, অফিসার, কর্মচারি উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণকালে নব নিযুক্ত উপাচার্য বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার তীর্থস্থান। আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের প্রশাসন দল-মত নির্বিশেষে সকলের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করবে।

নব নিযুক্ত উপ-উপাচার্য বলেন, বিগত সময়ে শিক্ষা, গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের জন্য বিভিন্ন ফোরামের সভা আহবান করা হবে।

তিনি শিক্ষা, গবেষণায় এ বিশ্ববিদ্যালয়কে অভিষ্ঠ লক্ষ্যে নিয়ে যাওয়া লক্ষ্যে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।  

এর আগে ০২ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(১) ধারা মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলামকে চার বছরের জন্য উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩(১) ধারা মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনকে চার বছরের জন্য এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ করেন।

একই আদেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম এ মতিন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আফসার উদ্দিনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন চ্যান্সেলর।

অধ্যাপক ড. ফারজানা ইসলাম দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘প্রথম মহিলা উপাচার্য’ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘উপাচার্য প্যানেল’ নির্বাচনে ৪৩ ভোট পেয়ে প্যানেলে ‘প্রথম’ এবং অধ্যাপক ড. আবুল হোসেন ৪২ ভোট পেয়ে প্যানেলে দ্বিতীয় হয়েছিলেন।

অধ্যাপক ড. ফারজানা ইসলাম ১৯৫৮ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশি নগর গ্রামে। তিনি ১৯৭৩ সালে ধানমন্ডি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস এস সি, ১৯৭৫ সালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে প্রথম বিভাগে এইচ এস সি পাশ করেন।

তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম, ১৯৮০ সালে  এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। তিনি ২০০১ সালে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. ফারজানা ১৯৮২ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

তিনি ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। অধ্যাপক ড. ফারজানা ইসলাম দেশ বিদেশে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার উল্লেখযোগ্য পরিমাণ প্রকাশনা রয়েছে। তিনি মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। তিনি নগর গবেষণা কেন্দ্রের আজীবন সদস্য ও এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এর সদস্য।

এছাড়াও তিনি বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। ২০১০-২০১২ সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সিন্ডিকেট সদস্য ছিলেন। ইতোপূর্বে তিনি নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ফারজানা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ সক্রিয় সদস্য।

অধ্যাপক ড. মো. আবুল হোসেন ১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকা জেলার ধামরাই উপজেলার হালুয়া পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ১৯৭৭ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর  ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও ১৯৯৩ সালে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ড. আবুল হোসেন জাপানের কুবে বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। তিনি ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি দেশে বিদেশে অনেক ওয়ার্কসপ, সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্স অংশ নিয়েছেন।

দেশ-বিদেশের জার্নালে তার ৬০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. আবুল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট সদস্য, আলবেরুনী, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের প্রভোস্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

জাবিতে দায়িত্ব নিলেন প্রথম নারী ভিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।