ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউডায় লোকসংগীত ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
ইউডায় লোকসংগীত ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের লোকসংগীত চর্চা এবং সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউডার অডিটরিয়ামে শনিবার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।



কর্মশালায় ইউডার সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসংগীত দল ‘লাউরা করটিসি অ্যান্ড দ্য ড্যান্স কার্ডস’র শিল্পীরা এতে অংশ নেন।  

এতে বাংলাদেশের লোক সংগীতের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি ভাওয়াইয়া, ভাটিয়ালী, লালন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গান পরিবেশন করা হয়।

একই সঙ্গে আমেরিকার শিল্পীরাও বিভিন্ন লোকসংগীত পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে দুই দেশের লোকসংগীতের তুলনামূলক একটি প্রতিবেদন ইউডার পক্ষ থেকে উপস্থাপন করা হয়।

এ সময় ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান, সহ-সভাপতি মিসেস ডালিয়া নাহিদ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ ও  উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।